‘ফিউশা’অপারেটিং সিস্টেমের পোর্টাল চালু

অ্যানড্রয়েডের বিকল্প হিসেবে নিজেদের তৈরি নতুন অপারেটিং সিস্টেম ‘ফিউশা’র কার্যকারিতা পরীক্ষা করে দেখছে গুগল। শুধু তা-ই নয়, নির্মাতাদের পরখ করে দেখার জন্য অপারেটিং সিস্টেমটির বেশ কিছু কারিগরি তথ্য নিয়ে ডেভেলপার পোর্টালও উন্মুক্ত করেছে। অ্যানড্রয়েড ও ক্রোম অপারেটিং সিস্টেমের সমন্বয়ে বেশ গোপনে লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেমটি তৈরি করছে গুগল। ল্যাপটপের পাশাপাশি স্মার্টফোনেও ব্যবহার করা যাবে এটি।

অনেকের ধারণা, স্মার্ট ঘড়ি থেকে শুরু করে ইন্টারনেট নিয়ন্ত্রিত বিভিন্ন ডিভাইসেও কাজ করবে অপারেটিং সিস্টেমটি। এ জন্য বিশেষ ইউজার ইন্টারফেস যুক্ত করা হয়েছে। তবে কবে নাগাদ বাজারে আসবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি গুগল।