ফেনীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা

জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে ফেনীতে বিশ্ব বসতি দিবসের আালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। এতে সেমিনার পত্র উপস্থাপন করেন ফেনী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বসতি স্থাপনে আইন মেনে চলতে হবে। অন্যথায় নিজেকে বিপদে পড়তে হবে।
ফেনীতে বহুতল প্রসঙ্গে তিনি বলেন, ভবনগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা রয়েছে কিনা তা যাচাই ও নিশ্চিত করতে হবে।

উপস্থাপনায় নির্বাহী প্রকৌশলী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে আশ্রায়ণ প্রকল্পের আওতায় ৩ লাখ ১৯ হাজার ১২০টি গৃহহীন পরিবারকে ঘর তৈরী করে দিয়েছেন। এছাড়াও আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আরও আড়াই লাখ পরিবারকে পুনর্বাসন করা হবে ।

নির্বাহী প্রকৌশলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ফেনী সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন, ফেনী পৌরসভা মেয়র হাজী আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সুমনী আক্তার।