ফেনীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ প্রেস কাউন্সিল

জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান। আজ বুধবার বেলা ১২টায় ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘মুজিবর্ষের অঙ্গিকার, হলুদ সাংবাদিকতা পরিহার’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা নিজের জন্য লেখে না। তারা নিজেদের বিলিয়ে দিতে গণমাধ্যমে এসেছে।

হলুদ সাংবাদিকতা রোধে তিনি জানান, সাংবাদিকের জন্য আইন হচ্ছে। যে কেউ চাইলে সাংবাদিক হয়ে যেতে পারবেন না। এর জন্য সুনির্দিষ্ট শর্ত থাকছে। এ বিষয়ে আইন চ’ুড়ান্ত হতে পারে এ বছরই।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ শাহ্ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সুমনী আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, জেলা তথ্য অফিসারের অতিরিক্ত দায়িত্বে থাকা দেলোয়ার হোসেন।