ফের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। কোরিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর সিনপো থেকে জাপান সাগরের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে চীনা প্রেসিডেন্ট সি জিন পিংয়ের যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া।

খবরে বলা হয়, ট্রাম্প ও সি জিন পিংয়ের মধ্যে আলোচনায় উত্তর কোরিয়ার বিষয়ে আলোচনার কথা রয়েছে। সম্প্রতি ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে চীনের সহযোগিতা ছাড়া যুক্তরাষ্ট একাই যথেষ্ট।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণস্থল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত উড়ে গেছে।

উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে উসকানি হিসেবে বর্ণনা করেছে জাপান। দক্ষিণ কোরিয়াও এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

গত মাসেও উত্তর কোরিয়া জাপান সাগর অভিমুখে চারটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রতিবেশী ও পশ্চিমাদের মধ্যে ব্যাপক উদ্বেগ আছে। কিন্তু উত্তর কোরিয়া তাদের কথা আমলে নিচ্ছে না একেবারেই।