বগুড়ায় বাস উল্টে নিহত ৩ঃ আহত ৩০

বগুড়ার শেরপুরে বাস উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপে ৩০ জন।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন কিনিকে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন-গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গোবিন্দপুর গ্রামের হায়দার আলীর ছেলে তারেক (২৮), একই উপজেলার ফলিয়াদেখড় এলাকার আবদুস সাত্তারের ছেলে আবদুল হান্নান (৫০) এবং কৈগড়ের হাট এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে সাইদুর রহমান (৩৫)।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার সীমান্তবর্তী সীমাবাড়ী বগুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান এরফান আলী জানান, ব্রেক ফেল করায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া নিউ সেফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সীমাবাড়ী বগুড়া বাজার এলাকায় পৌঁছালে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে যাত্রীবোঝাই বাসটি উল্টে মহাসড়কের পশ্চিম পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে শেরপুর ও পাশের রায়গঞ্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। তিনি জানান, আহতদের অনেকের হাত-পা-মাথাসহ শরীরের বিভিন্ন হাড় ভেঙে গেছে।

পুলিশ জানায়.দুর্ঘটনার কিছুণ পর থেকেই মহাসড়ক যান চলাচল স্বাভাবিক করা হয়।

আজকের বাজার রিপোর্ট: এলকে/আরআর/১৭.০৪.২০১৭