‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার’ এর জন্য আবেদন জমা

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০’-এর জন্য ৭টি ক্যাটাগরিতে মোট ১৯১টি আবেদন শিল্প মন্ত্রণালয়ে জমা পড়েছে। আজ শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিল্প সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে এ সংক্রান্ত এক সভায় এ তথ্য জানানো হয়।

এর মধ্য বৃহৎ শিল্পে ৭১টি,মাঝারি শিল্পে ৪৭টি, ক্ষুদ্র শিল্পে ২৫টি, মাইক্রো শিল্পে ২১টি,হাইটেক শিল্পে ৬টি, কুটির শিল্পে ৮টি এবং হস্ত ও কারু শিল্পে ১৩টি আবেদন এসেছে।৭টি ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ীদের মাঝে মোট ২১টি পুরস্কার প্রদান করা হবে। জাতীয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত কার্যক্রম হিসেবে এ পুরস্কার প্রবর্তন করেছে শিল্প মন্ত্রণালয়। সভায় শিল্প সচিব আবেদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে চূড়ান্তভাবে বিজয়ীদের মনোনীত করতে বিভিন্ন সংস্থা হতে প্রয়োজনীয় ছাড়পত্র সংগ্রহসহ এ সংক্রান্ত অন্যান্য কার্যক্রম দ্রুত সমাপ্ত করার জন্য নির্দেশনা দেন। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান