বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে

করোনাভাইরাসের সংক্রমণের কারণে জেলার ইন্দ্রপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক আগামী দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির বাসসকে জানান, করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সাফারি পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনার ভাইরাস সংক্রমণ রোধে পার্কের কর্মকর্তা-কর্মচারী, বন্যপ্রাণী, পার্কে আসা দর্শনার্থী ও কোভিড-১৯ নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২০২০ সালের ২০ মার্চ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য পার্কটি বন্ধ ঘোষণা করেছিল। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গত ১ নভেম্বর পার্কটি দর্শনার্থীদের জন্য খুলে দিয়েছিল কর্তৃপক্ষ।