বঙ্গবন্ধু সেতুর পাশে রেলসেতু নির্মাণে চুক্তি

যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর পাশে সমান্তরাল একটি ‘ডেডিকেটেড’ (বিশেষায়িত) রেলসেতু নির্মাণে পরামর্শক নিয়োগের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে প্রায় ৪ দশমিক ৮ কিলোমিটার ডাবল লাইন ডুয়েলগেজ ‘বঙ্গবন্ধু রেলওয়ে সেতু’ নির্মাণের নকশা প্রণয়নে বাংলাদেশ রেলওয়ে ও পরামর্শক প্রতিষ্ঠান জাপানের জাইকার সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বৃহস্পত‌িবার (২ মার্চ) দুপুরে রেলভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নির্মাণকাজ সম্পন্ন হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের বাকি অংশের রেলওয়ে নেটওয়ার্ক স্থাপিত হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দোহাজারি থেকে রামু হয়ে কক্সবাজার রেললাইনের কাজও খুব শিগগিরই শুরু হবে। ২০১৮ সালে যাতে কক্সবাজার পর্যন্ত ট্রেন চালাতে পারি এ লক্ষ্যে কাজ করছি। খুব শিগগিরই বন্ধ হওয়া ৬০টি রেলস্টেশন চালু কর হবে। এ সময় রেলপথ সচ‌িব ফ‌িরোজ সালাউদ্দ‌িনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থ‌িত ছ‌িল‌েন।

সুত্র: দ্য রিপোর্ট