বাগদাদের গ্রীন জোনে রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রীন জোন লক্ষ্য করে রোববার দুইটি রকেট হামলা চালানো হয়েছে। দেশটির এ এলাকায় মার্কিন দূতাবাস অবস্থিত। ইরাকের নিরাপত্তা বাহিনীর এক বিবৃতিতে একথা জানানো হয়। খবর এএফপি’র।
ওই বিবৃতিতে বলা হয়, ‘এ দুইটি রকেটের প্রধান লক্ষ্য ছিল বাগদাদের গ্রীন জোন।’ সি-র‌্যাম ডিফেন্স ব্যাটারির সাহায্যে আকাশেই প্রথমে ছোড়া রকেটটি ভূপাতিত করা হয়। দ্বিতীয়টি রকেটটি একটি স্কয়ারে আঘাত হানে। এতে দুইটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।’
নিরাপত্তা বাহিনীর এক সূত্র এএফপি’কে জানায়, মার্কিন দূতাবাসের কাছে একটি রকেট গুলি করে ভূপাতিত করা হয়। দ্বিতীয় রকেটটি দূতাবাসের প্রায় ৫০০ মিটার দূরে আঘাত হানে।
এর আগে, ওই সূত্র মার্কিন দূতাবাসের কাছে এ দুটি রকেট গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে এএফপি’কে জানিয়েছিল।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান এএফপি’কে বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।