বান্দরবান’র ৩ উপজেলায় ১৫শ সোলার প্যানেল বিতরণ শুরু

বান্দরবান জেলার তিন উপজেলার দুর্গম গ্রামের প্রায় ১ হাজার ৫০০ পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ শুরু হয়েছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের মাধ্যমে এসব সোলার প্যানেল বিতরণ করা হচ্ছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ জানান, পার্বত্য অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুরের উদ্যোগে বান্দরবান জেলার রুমা, থানচি এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার বিদ্যুৎ সুবিধাবঞ্চিত দুর্গম এলাকায় সোলার প্যানেল বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। চিহ্নিত পরিবারগুলোর মাঝে ইতোমধ্যে সোলার প্যানেল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

সোলার প্যানেল বিতরণ প্রকল্পের জেলা টেকনিক্যাল কর্মকর্তা জানান, এ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন পার্বত্য উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট অফিসের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ।

তিনি আরও জানান, সোলার প্যানেল বিতরণের জন্য রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নে প্রায় ৯০০ পরিবার, থানচি উপজেলার তিন্দু ও রেমাক্রি ইউনিয়নে প্রায় ৫০০ পরিবার এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ১০০ পরিবার চিহ্নিত করা হয়েছে। এর প্রতিটি সোলার প্যানেল ৬৫ ওয়াট ক্ষমতাসম্পন্ন। এসব সোলার প্যানেল ব্যবহারের মাধ্যমে দুর্গম এলাকার বিদ্যুৎ বঞ্চিত পরিবারগুলো রাতে তাদের প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে সক্ষম হবে।

আজকের বাজার: এলকে/ এলকে/ ৬ মে,২০১৭