বাহুবলি ২: গন্তব্য হাজার কোটি

একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে ‘বাহুবলি ২’। ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতে গড়েছে নতুন ইতিহাস। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নর্থ আমেরিকার দেশগুলিতেও বাহুবলি ক্রমশ জনপ্রিয় হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক খবরে এ তথ্য জানা গেছে।

ভারতীয় ওই গণমাধ্যম বলছে, ছবিটি সকল রেকর্ড ভেঙে এক হাজার কোটির ব্যবসা করার পথে। বলিউড অভিনেতাদের এয়ারলিফ্ট, রুস্তম, সুলতান, দঙ্গল… সবাই যা পারেনি, সেটাই করে দেখিয়েছে ‘বাহুবলি ২’। সব্বাইকে টপকে মার্কিন বক্স অফিসেরও শীর্ষে ‘বাহুবলি’। বিশ্বের বাজার থেকে এখনও পর্যন্ত বাহুবলি টু আয় করেছে ৯১৫ কোটি। সময় লেগেছে মাত্র ৮ দিন। এর মধ্যে ভারতের বাজার থেকে উঠেছে ৭৩৫ কোটি। বাকিটা এসেছে আন্তর্জাতিক ইন্ডাস্ট্রি থেকে।

ছবির হিন্দি ভার্শন দ্বিতীয় উইকেন্ডের শুক্রবার আয় করেছিল ১৯.৭৫ কোটি। দ্বিতীয় উইকেন্ডের আগে ছবিটি ৩০০ কোটি ছাড়াবে বলে আশাবাদী অনেকে। এছাড়াও অ্যামেরিকার বক্স অফিস থেকে খুব শিগগিরই ১০০ কোটি আয় করতে পারে ‘বাহুবলি ২’। অস্ট্রেলিয়াতেও ছবির ব্যবসা ক্রমশ বাড়ছে।

৬৫০ কোটি রুপির বেশি অর্থ আয় করেছিল দেিণর এই সিনেমার প্রথম কিস্তি। ‘বাহুবলি ২’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, তামান্না ভাটিয়া, রানা দাগুবতি, রামাইয়া কৃষ্ণান, সত্যরাজ, আনুশকা শেঠিসহ আরো অনেকে। এপ্রিলের ২৮ তারিখ ছবিটি বিশ্বজুড়ে মুক্তি পায়।

আজকের বাজার: আরআর/ ০৭ মে ২০১৭