বিদেশি অতিথিদের জুম্মার নামাজ আদায়ে নিরাপত্তা জোরদার

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওলামা মাশায়েখ সম্মেলনে অংশ নেওয়া বিদেশি অতিথিরা শুক্রবার (৭ এপ্রিল) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুম্মার নামাজ আদায় করবেন। এ জন্য ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বায়তুল মোকাররমে জুম্মার নামাজের ইমামতি করবেন সৌদি আরবের মসজিদে নববীর সিনিয়র ইমাম ও খতিব ড. আবদুল মুহসিন আল কাসিম। এ সময় তিনি বিশ্ব মুসলিমের শান্তি, নিরাপত্তা ও ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করবেন।

‌ডিএম‌পি সূ‌ত্রে জানা যায়, বায়তুল মোকাররম ও এর আশপা‌শের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হ‌য়ে‌ছে। পোশাক ও সাদা পোশাকে অতিরিক্ত পু‌লিশ সদস্য দা‌য়িত্ব পালন কর‌বে। মসজিদের সকল গেটে আর্চার টাওয়ার (আর্চও‌য়ে) বসানো হ‌য়ে‌ছে। মেটাল ডিটেক্টর দিয়ে মুসল্লিদের তল্লাশী ক‌রে মস‌জি‌দের ভেত‌রে প্র‌বেশ করা‌নো হ‌বে। সন্দেহভাজন কাউকে চিহ্নিত করা হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

ঢাকা মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের সহকারী কমিশনার (এসি, মি‌ডিয়া) সুমন কান্তি চৌধুরী জানান, এমনিতেই প্রতি শুক্রবার বায়তুল মোকাররম মস‌জিদে মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শুক্রবার যেহেতু বিদেশি অতিথিরা সেখানে নামাজ পড়বেন সেহেতু ডিএমপির পক্ষ থেকে বাড়তি ‌নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পল্টন থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিদেশি অতিথিরা যেন নিরাপদে নামাজ পড়তে পারেন সে বিষয়টি মাথায় রেখে যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেগু‌লো গ্রহণ করা হ‌য়ে‌ছে।

উ‌ল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো বাংলাদেশ সফ‌রে এসে‌ সম্মেলনে যোগ দেন মক্কার পবিত্র মসজিদুল হারামের খতিব ড. শায়খ মুহম্মদ বিন নাসের আল খুজাইম এবং মদিনার মসজিদে নববীর খতিব ড. আবদুল মুহসিন বিন মুহম্মদ আল কাসিম। তারা মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে ঢাকায় এসেছেন। বুধবার দুপুরে তারা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।