বিনা মাশুলে আসবে রেমিট্যান্স:মুহিত

আগামী ২০১৭-১৮ অর্থবছর থেকে প্রবাসীরা বিনা মাশুলে রেমিট্যান্স পাঠাতে পারবেন বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, আগামী অর্থবছর থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর কোনো মাশুল নেওয়া হবে না।

আজ শনিবার,১৩ মে অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) প্রতিনিধি দলের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান। বিষয়টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা আছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষের এই বৈঠকে ইআরএফ সভাপতি সাইফুল ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইআরএফ এর বাজেট প্রস্তাবে রেমিট্যান্স বিষয়ে বলা হয়, দেশের রেমিট্যান্স প্রবাহ ১৭ শতাংশ কমে গেছে। এটি অর্থনীতিকে বড় একটি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। সংগঠনটি রেমিট্যান্স প্রবাহ চাঙ্গা করতে মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় মনিটরিং বাড়ানো, বিনা ফি’তে রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা করা ও রেমিট্যান্সের অর্থ বিনিময়ে ভর্তুকি দেওয়ার প্রস্তাব করে।

ইআরএফ এর এইসব প্রস্তাবনার জবাবে অর্থমন্ত্রী বলেন, এটাকে বাড়ানোর জন্য গতকাল প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন এখন থেকে রেমিটেন্সের ওপর চার্জ আর করবেন না। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এটা করব। প্রবাসীদের আর টাকা পাঠানোর জন্য পয়সা দিতে হবে না।

সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের প্রবাসীদের কিছুটা আয় কমবে। কারণটা হচ্ছে মধ্যপ্রাচ্যে কিছুটা মন্দাভাব চলছে। বেতনও কিছু কমানো হয়েছে। এছাড়া প্রবাসীরা আগের মতো তাদের সব টাকা পাঠিয়ে দিচ্ছেন না। তাদের হাতে কিছু টাকা রাখছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) প্রবাসীদের পাঠানো রেমিটেন্স কমেছে ১৬ দশমিক ০৩ শতাশ। আর ২০১৫-১৬ অর্থবছরে কমেছিল ২ দশমিক ৫২ শতাংশ।

আজকের বৈঠকে বক্তারা মানসম্মত শিক্ষা নিশ্চিত এবং শিক্ষা গবেষণায় নজর বাড়ানো, ভূমি খাতের দূর্নীতি রোধ, গ্যাস-বিদ্যুতের দাম না বাড়ানো, কৃষিতে নায্য মূল্য, অর্থপাচার রোধে বাজেটে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।

এছাড়া লিখিত প্রস্তাবনায় বাজেটে মানবসম্পদ উন্নয়ন ও কর্মমুখী শিক্ষায় বরাদ্দ বাড়ানো, বিদেশি কর্মীদের আয়ে কর বাড়ানো ও মনিটরিং জোরদার, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, পুঁজিবাজারকে আরও গতিশীল করা,অর্থ পাচার বন্ধে কঠোর ব্যবস্থা, রেমিট্যান্স প্রবাহে গতি ফেরানো,দ্রুত ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠন,নৌপথ ও রেলপথের পুনরুজ্জীবনে কার্যকর পদেক্ষেপ নেওয়ার দাবি জানায় ইআরএফ ।

আজকের বাজার:এলকে/এলকে/১৩ মে,২০১৭