ব্যর্থতার দায়ে সেনাপ্রধানকে বরখাস্ত করল আফগান সরকার

আফগানিস্তানে একের পর এক প্রাদেশিক শহর তালেবানের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এর অবস্থার মধ্যেই দেশটির সেনাবাহিনীর প্রধানকে বরখাস্ত করেছে আফগান সরকার।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়, সেনাপ্রধান জেনারেল ওয়ালি মুহাম্মদ আহমাদজাইকে বরখাস্ত করে জেনারেল হেবাতুল্লাহ আলীজাইকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।

জেনারেল আলীজাই আফগানিস্তানের বিশেষ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। ওই পদে সেনাবাহিনীর ২১৫ নম্বর ডিভিশনের কমান্ডার সামি সাদাতকে নিয়োগ দেওয়া হয়েছে। জানা গেছে, দুই মাস আগে তাকে নিয়োগ দিয়েছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে একের পর এক এলাকা তালেবানদের দখলে চলে যাওয়ার পর দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়। এরই মধ্যে জেনারেল আহমাদজাইকে সরিয়ে দেওয়া হলো।

বর্তমানে দেশটির ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে কমপক্ষে ১০টিই তালেবানের দখলে। এ পরিস্থিতিতে এখন পর্যন্ত কোনো এলাকা পরিদর্শনে যাননি সাবেক এই সেনাপ্রধান। আফগানিস্তানের একাধিক সংসদ সদস্য তাকে অযোগ্য ঘোষণা করে সরিয়ে দেওয়ার পক্ষে মত দেন। এদিকে তালেবান যোদ্ধারা তিন মাসের মধ্যে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন গোয়েন্দারা। তথ্য-ডেইলি বাংলাদেশ

আজকের বাজার/আখনূর রহমান