ব্রাজিলে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে

ব্রাজিলে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার ২০ লাখ ছাড়িয়ে গেছে।
এদিকে, সরকারি উপাত্ত অনুযায়ী, দেশটিতে এ মহামারি ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭৬ হাজার অতিক্রম করেছে। খবর এএফপি’র।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৪৫ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং ১ হাজার ৩শ’ জন প্রাণ হারিয়েছে।
যুক্তরাষ্ট্রের পর বিশ্বে ব্রাজিল হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ।