ব্রাজিলে বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত

epa08965145 A handout photo made available by Juliano Neitzke that shows a tourist bus that lost control on a highway near the Guaratuba municipality, Parana state, Brazil, 25 January 2021. At least 19 people died and another 27 were injured, nine of them seriously, in a traffic accident with a bus that occurred on Monday on the coast of Parana, a state in southern Brazil bordering Paraguay and Argentina, authorities reported. The Federal Highway Police in Parana informed EFE that the tourist bus driver lost control of the vehicle in a sharp curve at kilometer 668 of the BR-376 national highway, in the jurisdiction of the municipality of Guaratuba, 131 kilometers from Curitiba , the regional capital. EPA/Juliano Neitzke HANDOUT HANDOUT EDITORIAL USE ONLY/NO SALES

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে সোমবার বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং বহু লোক আহত হয়েছে। বাসটি উল্টে যাওয়ায় এ হতাহতের ঘটনা ঘটে। কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
খবরে বলা হয়, ব্রাজিলের উত্তরাঞ্চলীয় আনানিনদিউয়া থেকে দেশটির দক্ষিণাঞ্চলীয় বলনিয়ারিও কম্বোরিউয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি ৩ হাজার কিলোমিটার দূররর্তী গন্তব্যের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল। মর্মান্তিক এ দুর্ঘটনার সময় বাসটিতে ৫৩ জন যাত্রী ও দু’জন চালক ছিল।
এক পুলিশ কর্মকর্তা জানান, বাসটি কি কারণে দুর্ঘটনার কবলে পড়ে তা এখনো জানা যায়নি।
এ দুর্ঘটনায় ৩৩ জন আহত হয়েছে। এদের মধ্যে সাতজনের অবস্থা আশংকাজনক। তাদেরকে হেলিকপ্টারে করে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়।
পুলিশ জানায়, বাসটির চালক অক্ষত রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে।