ভারতে কমছে করোনার দাপট

ভারতে নতুন করে ১ লাখ ৬৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিগত ৬৬ দিনের মধ্যে আক্রান্তের এ সংখ্যা সর্বনিম্ন। দেশটিতে এনিয়ে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট ২ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৯৭৫ জনে দাঁড়ালো।
এদিকে আক্রান্তের চেয়ে সুস্থতার হার বেশি হওয়ায় ভারতে চিকিৎসাধীন রোগির সংখ্যা হ্রাস পেয়ে ১৪ লাখ ১ হাজার ৬০৯ জনে দাঁড়িয়েছে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ করা উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।
স্থানীয় সময় সকাল ৮ টায় হালনাগাদ করা উপাত্ত অনুযায়ী, ভারতে একই সময়ের মধ্যে নতুন করে ২ হাজার ৪২৭ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৩ লাখ ৪৯ হাজার ১৮৬ জনে দাঁড়ালো। বিগত ৪৫ দিনের মধ্যে কোভিড-১৯ রোগে এক দিনে মৃতের এ সংখ্যা সর্বনিম্ন।
ভারতে রোববার মোট ১৫ লাখ ৮৭ হাজার ৫৮৯ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। এনিয়ে দেশটিতে মোট ৩৬ কোটি ৬৩ লাখ ৩৪ হাজার ১১১ জনের কোভিড পরীক্ষা করা হলো। ভারতে গড়ে প্রাত্যহিক আক্রান্তের হার ৬.৩৪ শতাংশ।
মন্ত্রণালয় জানায়, ভারতে পরপর ১৪ দিনের মতো সংক্রমণের হার ১০ শতাংশের নিচে থাকতে দেখা যাচ্ছে।