ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯৩ লাখ ৫১ হাজার

ভারতে একদিনে নতুন করে ৪১ হাজার ৩২২ জন করোনা আক্রান্ত হওয়ায় দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ লাখ ৫১ হাজার। এদের মধ্যে ৮৭ লাখ ৫৯ হাজার ৯৬৯ জন করোনামুক্ত হয়েছে। করোনামুক্তির হার ৯৩.৬৮ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় শনিবার এ কথা জানায়।
আজ সকাল ৮টায় প্রকাশিত হিসাবে বলা হয়, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৩ লাখ ৫১ হাজার ১০৯ জন। করোনায় নতুন করে আরো ৪৮৫ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ২০০ জন। মৃত্যুর হার ১.৪৬ শতাংশ।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্স (আইসিএমআর) জানায়, ২৭ নভেম্বর পর্যন্ত ১৩ কোটি ৮২ লাখ নমুনা পরীক্ষা করা হয়েছে, এরমধ্যে শুক্রবার ১১ লাখ ৫৭ হাজার ৬০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।