ভারতে ৩৬% বাংলাদেশি চিকিৎসা নেয়

চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে গত ২০১৫-১৬ অর্থবছরে ভারত ভ্রমণ করা বিদেশিদের প্রতি তিনজনের একজন বাংলাদেশি। সম্প্রতি দেশটিতে পরিচালিত এক জরিপের বরাত দিয়ে বাণিজ্যভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে ভারতের বিভিন্ন হাসপাতালে ৪ লাখ ৬০ হাজার বিদেশি নাগরিক চিকিৎসা সেবা নিয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৬৫ হাজারের বেশি বাংলাদেশি নাগরিক ছিল। এ হিসেবে ২০১৫-১৬ অর্থবছরে ভারতে চিকিৎসা সেবা নেওয়া বিদেশিদের মধ্যে ৩৫ দশমিক ৮৭ শতাংশই বাংলাদেশি নাগরিক।

জেনারেল অব কমার্শিয়াল ইন্টেলিজেন্সি অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের বরাত দিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে ৫৮ হাজার বাংলাদেশির জন্য মেডিকেল ভিসা ইস্যু করেছে ভারত। চিকিৎসা সেবা নিতে সেখানে তাদের ব্যয় হয়েছে ৩৪ কোটি মার্কিন ডলার বা ২ হাজার ৮৩১ কোটি টাকা।

এতে আরও বলা হয়েছে, ২০১৬ সালে ভারত ভ্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে নিয়েছে বাংলাদেশিরা; এদের অধিকাংশই চিকিৎসা সেবার জন্য ভারত ভ্রমণ করেছেন।

২০১৫-১৬ অর্থবছরে ভারতে চিকিৎসা নেওয়া বিদেশিদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের নাগরিকরা; এ সময়ের মধ্যে আফগান নাগরিকদের জন্য ২৯ হাজার ৪০০ মেডিকেল ভিসা ইস্যু করেছে ভারত। এছাড়া এ তালিকায় তৃতীয় স্থানে থাকা ইরাকের ৯ হাজার ১৩৯ জন এবং চতুর্থ স্থানে থাকা নাইজেরিয়ার ৫ হাজার ৯৯৪ জনের জন্য মেডিকেল ভিসা ইস্যু করা হয়েছে।

ভারতে চিকিৎসা সেবা নেওয়া ব্যক্তির তালিকায় বাংলাদেশিরা এগিয়ে থাকলেও ওই দেশে চিকিৎসা সেবার জন্য জনপ্রতি সর্বোচ্চ ব্যয়ের দিকে এগিয়ে রয়েছেন পাকিস্তানিরা। প্রতিবেশী দেশটির নাগরিকরা ভারতে চিকিৎসা নিতে গড়ে ২ হাজার ৯০৬ মার্কিন ডলার বা প্রায় ২ লাখ ৪২ হাজার টাকা ব্যয় করেন।

২০১৫-১৬ অর্থবছরে ১ হাজার ৯২১ জন পাকিস্তানি নাগরিকের জন্য মেডিকেল ভিসা ইস্যু করেছিল ভারত; যা বিদেশিদের জন্য ভারতের ইস্যু করা মোট মেডিকেল ভিসার ১ দশমিক ৩৫ শতাংশ।

প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারতের মধ্যে সড়ক পথে যোগাযোগ দিন দিন সহজ করছে দুই দেশের সরকার। সম্প্রতি ঢাকা-কলকাতা রুটে নতুন বাস সার্ভিস চালু হয়েছে। এর পাশাপাশি চলতি মাসের শুরুর দিকে খুলনা-কলকাতা রুটে ট্রেন চলাচল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজকের বাজার:এলকে/এলকে/২৭এপ্রিল,২০১৭