ভারতে ৫ বছরের এন্ট্রি ভিসা পাচ্ছেন মুক্তিযোদ্ধারা

চলতি মাসের ৭ থেকে ১০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে ঘোষণা অনুযায়ী মুক্তিযোদ্ধারা এখন থেকে ৫ বছরের মাল্টিপল এন্ট্রি টুরিস্ট ভিসা পাবার যোগ্য হবেন।

ভারতীয় হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়েছে।

হাইকমিশন বলেছে, বর্তমানে বাংলাদেশের ৬৫ বছর উর্ধ্বের নাগরিক ৫ বছরের দীর্ঘমেয়াদী মাল্টিপল এন্ট্রি ভ্রমণ ভিসা পেয়ে থাকেন। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতের বিশেষ সংযোগের স্বীকৃতি হিসেবে এই বিধান একটি বিশেষ সৌজন্য হিসেবে মুক্তিযোদ্ধাদের প্রতি বর্ধিত করা হল।

৫ বছরের ভ্রমণ ভিসা পেতে ইচ্ছুক মুক্তিযোদ্ধারা এপয়েন্টমেন্ট ছাড়াই ভ্রমণ ভিসা আবেদনপত্র ঢাকার গুলশান আইভিএসি এবং ঢাকার বাইরে ৮টি (চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, যশোর, ময়মনসিংহ ও রংপুর) আইভিএসি’তে সরাসরি জমা দিতে পারবেন।

আজকের বাজার:এলকে/এলকে/২৫এপ্রিল,২০১৭