মনে পড়ে মল্লিকা? – মোঃ ইসরাফিল আলম, এমপি

মনে পড়ে মল্লিকা?
তুমি এলে এক বর্ষনমূখর রাতে
তুমি এলে এক বিপর্যয়ের রাতে
তুমি এলে ঘনবর্ষার আঁধার রাতে
তুমি এলে ধীর ভীরু পায়ে
তুমি এলে অন্ধ বিশ্বাসে অজানার কাছে
তুমি এলে আলহেলালের আলোয় ভেজা শরীরে
তুমি এলে সৃষ্টিকর্তার রহমতের রাতে
তুমি এলে সুবহ্‌সাদিকের আজানের সুরে
মনে পড়ে মল্লিকা?

সেদিন ছিলো পৃথিবীময় আনন্দের কলরব
কিন্তু তুমি আর আমি ছিলাম পবিত্র শপথের সাথে ,
সেদিন চলে গেছে অন্যরকম শিহরনের সাথে
সেদিন চলে গেছে অনাদিকালের গহবরে
রাত দিন কিভাবে শেষ হয়ে যায়,
চলে যায় অনন্তের অসীম আঁধারে
তুমি আর আমি শুধু থেকে যাই অনাবিল আস্বাদে।