মাথাপিছু আয় হবে ১৬০২ ডলার

চলতি ২০১৬-১৭ অর্থবছর শেষে দেশের মানুষের মাথাপিছু আয় ১৬০২ ডলার হবে বলে প্রাক্কলন করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।আজ রোববার, ১৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিবিএস’র এই হিসাব তুলে ধরেন।

চলতি অর্থবছরের প্রথম নয় মাসের (জুলাই-মার্চ) তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই হিসাব দিয়েছে। তবে চলতি মাসের প্রথম ১ হাজার ৫৯৮ মার্কিন ডলারে পৌঁছাবে বলে পূর্বাভাস দিয়েছিল বিবিএস।

ওই পূর্বাভাসে আরও দাবি করা হয়, ২০১৯-২০ সালে এই মাথাপিছু আয় বেড়ে দাঁড়াবে ২ হাজার ১৪১ মার্কিন ডলারে।

উল্লেখ, গত অর্থবছরে মানুষের মাথাপিছু আয় ছিল ১৪৬৫ ডলার।কিছু দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন ২০৪১ সালে মাথাপিছু আয় ১২ হাজার ৬০০ ডলারে উন্নীত হবে।

তখন তিনি বলেন, আগামী ২০৪১ সালে বাংলাদেশ স্বাধীনতার ৭০তম জয়ন্তী উদযাপন করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি- ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ ২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে এবং মাথাপিছু আয় প্রায় ১২ হাজার ৬০০ ডলারে উন্নীত হবে।

আজকের বাজার:এলকে/ এলকে/১‌৪ মে ২০১৭