মালদ্বীপে করোনার আঘাত, আক্রান্ত ২

করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে পারেনি মালদ্বীপ ও। মালদ্বীপে করোনাভাইরাসে আক্রান্ত দুজনের খোঁজ পাওয়া গেছে। এটাই দেশটিতে প্রথম আক্রান্তের খবর। করোনা শনাক্ত করার পর দ্বীপটির বেশ কয়েকটি রিসোর্ট নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। রোববার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। করোনায় আক্রান্ত দু’জন ব্যক্তিই কুরেডু আইল্যান্ড রিসোর্টের কর্মী। শনিবার পরীক্ষার মাধ্যমে তাদের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে রিসোর্টে বেড়াতে আসা এক ইতালি পর্যটকের মাধ্যমেই এই দুইজন এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। সেই ইতালি নাগরিক দেশে ফিরে গেছেন এবং সেখানে তার শরীরে করোনা পাওয়া গেছে বলেও জানা যায়।

মালদ্বীপের অর্থনীতি মূলত বিদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল। দেশটির পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, এ দ্বীপে প্রায় এক হাজার চার শতাধিকেরও বেশি মানুষ রয়েছে। পর্যটন মন্ত্রী আলি ওয়াহিদ জানান, করোনায় আক্রান্ত দুই ব্যক্তি একটি রিসোর্টের কর্মচারী। বর্তমানে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আলি ওয়াহিদ বলেন, অস্থায়ী বিধিনিষেধের সময়কাল সম্পর্কে মেডিকেল দলগুলো সিদ্ধান্ত নেবে। এখন আমরা সেসব লোকদের শনাক্ত করছি যারা আক্রান্তদের সংস্পর্শে ছিলেন। তাদের পৃথক করে রাখা হয়েছ। এখন শুধুমাত্র এতটুকু জানাতে পারি যে, আক্রান্তদের সংস্পর্শে থাকাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। তিনি আরো বলেন, যেসব পর্যটক করোনায় আক্রান্তদের সংস্পর্শে ছিলেন না তাদের চলে যেতে দেয়া হবে কিনা সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো সিদ্ধান্ত নিচ্ছে। গত ১৪ দিনে যারা ইতালি ভ্রমণ করেছেন অথবা সেখান থেকে যাতায়াত করেছেন তাদের মালদ্বীপে প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। তাৎক্ষনিক মন্তব্যের জন্য যোগাযোগের চেষ্টা করা সত্ত্বেও কুরেডু আইল্যান্ড রিসোর্টের কাউকে পাওয়া যায়নি।

আজকের বাজার/শারমিন আক্তার