মাশরাফির শেষ টি২০

বাংলাদেশের ক্রিকেটে এখন সবকিছু ছাপিয়ে আলোচনা চলছে মাশরাফি বিন মর্তুজার টি২০ ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত। হঠাৎই ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণ থেকে মাশরাফি অবসরের কথা জানান। ফলে শ্রীলঙ্কা সফরের ম্যাচ দুটিই তার টি২০ ক্যারিয়ারের শেষ ম্যাচ।

এরই মধ্যে লঙ্কানদের বিপক্ষে প্রথম টি২০ ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। তবে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৬ উইকেটে হেরে গেছে দল। ফলে সিরিজটিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে লঙ্কানরা।

৬ এপ্রিল (বৃহস্পতিবার) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে। এই ম্যাচ দিয়েই নিজের শেষ টি২০ ম্যাচ খেলতে মাঠে নামবেন মাশরাফি।

তার আগে মাশরাফির টি২০ পরিসংখ্যানে একট চোখ বুলিয়ে নেওয়া যাক। বাংলাদেশের জার্সি গায়ে এই ছোট সংস্করণের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাশরাফি মাঠে নামেন ২০০৬ সালের ২৮ নভেম্বর। ম্যাচটি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। ওই ম্যাচে ব্যাটে-বলে ঔজ্জ্বল্য দেখিয়ে তিনি ম্যাচ সেরার পুরস্কারটি জিতে নিয়েছিলেন।

টি২০ ক্যারিয়ারে এ অব্দি ৫৩টি ম্যাচ খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন ৪১টি। আর নেতৃত্ব দিয়েছেন ২৭টি ম্যাচে। যেখানে সর্বাধিক ৯টি ম্যাচে জয় পেয়েছে দল।

প্রসঙ্গত, প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। এখন পর্যন্ত টেস্ট, ওয়ানডে কোন সিরিজেরই মীমাংসা হয়নি দুদলের। লঙ্কানরা তাই শেষটা করতে চাইবে সিরিজ জিতে। আর মাশরাফির শেষ ম্যাচটাও নিশ্চয়ই জয় দিয়ে শেষ করতে চাইবে বাংলাদেশের খেলোয়াড়রা।

বাংলাদেশ টি২০ একাদশ সম্ভাব্য : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল-হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা টি২০একাদশ সম্ভাব্য : কুশাল পেরেরা, দিলশান মুনাবিরা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), চামারা কাপুগেদারা, আসিলা গুনারত্নে, মিলিন্দা সিরিবর্দানা, থিসারা পেরেরা, সিকুগে প্রসন্না, নুয়ান কুলাসেকারা, লাথিস মালিঙ্গা, ভিকাম সঞ্জয়া।