যুক্তরাষ্ট্রে করোনায় প্রতিদিনের মৃত্যুতে নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে করোনায় প্রতিদিনের মৃত্যুতে নতুন রেকর্ড তৈরি হয়েছে। দেশটিতে একদিনে মারা গেছে প্রায় ৪ হাজার ৫শ’ লোক।
মঙ্গলবার সন্ধ্যায় জন্স হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এ অবস্থায় প্রথমবারের মতো একদিনে মৃত্যু ৪ হাজার ছাড়িয়েছে।
জন্স হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৫ হাজারেরও বেশি লোক। মারা গেছে ৪ হাজার ৪৭০ জন।
বর্তমানে প্রায় এক লাখ ৩১ হাজার লোক কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রে টিকা কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত ৯৩ লাখ লোককে টিকার দু’টি ডোজের একটি দেয়া হয়েছে। এ সংখ্যা দেশটির মোট জনসংখ্যার ১০ শতাংশেরও কম।
বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২ কোটি ২৮ লাখ লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩ লাখ ৮০ হাজারেরও বেশি লোক।