‘রমজানে আমদানিতে প্রয়োজনে রিজার্ভ ব্যবহার’

রমজানের আগে ডলারের দাম বাড়লে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায়। আমাদের ৩২ বিলিয়ন ডলারের রিজার্ভ আছে। পরিস্থিতি সামাল দিতে, প্রয়োজনে আমরা রিজার্ভে থাকা ডলার ব্যবহার করা হবে।

বৃহস্পতিবার,২৭এপ্রিল সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এর আগে তার সঙ্গে সাক্ষাৎ করেন ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রান ভান গোয়া।

তোফায়েল আহমেদ বলেন, ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের যৌথ অর্থনৈতিক কাউন্সিল আছে। ২০১৫ সালে কাউন্সিলের সর্বশেষ সভা হয়েছে। এই কাউন্সিলের আগামী সভা করতে আমার সম্মতি নিতে এসেছিলেন ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রান ভান গোয়া। চলতি বছরেই এ সভা অনুষ্ঠিত হবে। তবে পরবর্তীতে আলোচনার মাধ্যমে সভার তারিখ করে নির্ধারণ করবে দুই দেশ।

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ভিয়েতনামে আমরা ওষুধ রপ্তানি করি। সেখানে আমাদের ওষুধের বাজার আরও বাড়াতে ডিউটি ফ্রি সুবিধা চাইবো।

আজকের বাজার:এলকে/এলকে/২৭এপ্রিল,২০১৭