রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু

পবিত্র রমজান উপলক্ষে সোমবার ১৫ মে ঢাকাসহ সারা দেশে ডিলারদের মাধ্যমে ট্রাকে করে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। শুক্রবার ছাড়া সপ্তাহে ছয়দিন এসব পণ্য বিক্রি কার্যক্রম চলবে। ট্রাকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৮০ টাকা, লিটার প্রতি সয়াবিন তেলের ৮৫ টাকা, ছোলা ৭০ টাকা। তবে খেজুরের মূল্য ১২০ টাকা ধরা হলেও আমদানী না থাকায় আপাতত: খেজুর বিক্রি করা হচ্ছে না বলে জানা গেছে।

গত ৯ মে টিসিবির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এর আগে ৩০ এপ্রিল সচিবালয়ে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভায় টিসিবির চেয়ারম্যান আবু সালেহ মো. গোলাম আম্বিয়া এ তথ্য জানান।

টিসিবি সূত্রে জানা গেছে, সারা দেশে ১৮৫টি ভ্রাম্যমান ট্রাকে এসব পণ্য বিক্রি হবে। এর মধ্যে ঢাকায় ৩৩টি, চট্টগ্রামে- ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে ৫টি ও জেলা সদরে ২টি করে ট্রাকে পণ্য বিক্রি হবে। আর প্রতিটি ট্রাকে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ কেজি চিনি, ২৫০ থেকে ৩০০ কেজি করে মসুর ডাল, ৩০০ থেকে ৪০০ কেজি ছোলা, ২০ থেকে ৩০ কেজি খেজুর এবং ৩০০ থেকে ৪০০ লিটার সয়াবিন তেল বিক্রি করা হবে। একজন ভোক্তা সর্বোচ্চ ৪ কেজি চিনি, মসুর ডাল ৩ কেজি, সয়াবিন তেল ৫ লিটার, ছোলা ৫ কেজি এবং ১ কেজি খেজুর কিনতে পারবেন।

ঢাকায় যেসব স্থানে টিসিবির পণ্য বিক্রি হবে- সচিবালয় গেট, প্রেসক্লাব, কাপ্তান বাজার, ছাপড়া মসজিদ ও পলাশী বাজা
র, সাইন্সল্যাব, নিউমার্কেট বা নীলক্ষেত মোড়, শ্যামলী/কল্যাণপুর, ঝিগাতলার মোড়, খামারবাড়ী/ফার্মগেট, কলশীতলা বাজার, রজনীগন্ধা সুপার মার্কেট কচুক্ষেত ঢাকা ক্যান্টনমেন্ট, আগারগাঁও তালতলা ও নির্বাচন কমিশন অফিস, আনসার ক্যাম্প/পাইকপাড়া মিরপুর, মিরপুর ১ নং মাজার রোড,শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, বাসাবো বাজার, বনশ্রী, বাংলাদেশ ব্যাংক বা শাপলা চত্ত্বর, মহাখালী কাঁচাবাজার, শেওড়াপাড়া বাজার, দৈনিক বাংলার মোড়, শাহজাহানপুর বাজার, ফকিরাপুল বাজার ও আইডিয়াল জোন, মতিঝিল বক চত্ত্বর, খিলগাঁও তালতলা বাজার, রামপুরা বাজার, মিরপুর-১০ গোল চত্ত্বর, আশকোনা হাজি ক্যাম্প ও রাজলক্ষী উত্তরা, মোহাম্মদপুর কাঁচা বাজার, দিলকুশা, মাদারটেক নন্দীপাড়া কৃষি ব্যাংকের সামনে, কালশি মোড়।

এদিকে বিভাগীয় শহর বন্দরনগরী খুলনায় পবিত্র রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। আজ সোমবার ১৫ মে সকাল সাড়ে ৯টা থেকে সরকারি এ প্রতিষ্ঠান খোলা বাজারের তুলনায় কম মূল্যে মহানগরীর ১৫টি স্থানেছোলা, চিনি, ডাল ও তেল বিক্রি শুরু হয়েছে।

স্থানগুলো হচ্ছে-জেলা প্রশাসকের কার্যালয়
ও বাংলাদেশ ব্যাংক মোড়ে, নতুন বাজার ও রূপসা ট্রাফিক মোড়, শান্তিধাম মোড় ও সাউথ সেন্ট্রাল রোড, ময়লাপোতা, নিরালা ও গল্লামারী মোড়, নিউমার্কেট, বয়রা ও বৈকালীর মোড়, খালিশপুর বিআইডিসি রোডের শিল্পাঞ্চল ও চিত্রালী বাজার এবং নতুন রাস্তা ও ফুলবাড়িগেট মোড়।

খুলনার বাজারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে বাজারে চিনি ৭২ টাকা, ছোলা ৮৮, ডাল ১১০ ও সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১০৪ টাকায়।

খুলনা টিসিবির আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, এবার চিনি ৫৫ টাকা, ছোলা ৭০ টাকা, ডাল ৮০ টাকা ও সয়াবিন তেল প্রতি লিটার ৮৫ টাকায় বিক্রি করছে তারা।

প্রত্যেক গ্রাহক ৫ লিটার তেল এবং ৩ কেজি করে অন্যান্য পণ্য কিনতে পারবেন। ১৮ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাওয়া যাবে এসব পণ্য। খোলা ট্রাকের পাশাপাশি টিসিবির নির্ধারিত ৪৮২জন ডিলার পণ্য বিক্রি করছেন বলে জানান টিসিবির খুলনার আঞ্চলিক কর্মকর্তা রবিউল মোর্শেদ।

আজকের বাজার:এলকে/এলকে/ ১৫ মে ২০১৭