রমজান উপলক্ষে ১৮৫ স্থানে টিসিবি’র পণ্য বিক্রি

রমজান মাসে পণ্যের দাম স্বাভাবিক রাখতে, আগামী ১৫ মে সোমবার থেকে খোলাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। দেশের ১৮৫টি স্থানে এ পণ্য বিক্রি করা হবে।

রোববার,৩০এপ্রিল নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ক পর্যালোচনা সভায় টিসিবির চেয়ারম্যান আবু সালেহ মো. গোলাম আম্বিয়া এমন তথ্য জানান। তিনি বলেন, আগামী ২৭ মে থেকে রোজা শুরু হতে পারে। এ উপলক্ষে আগামী ১৫ মে থেকে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে। প্রতিবছরের মতো ট্রাকে করে পেঁয়াজ, চিনি, ছোলা, ডাল, তেল ও খেজুর বিক্রি করবে টিসিবির ডিলাররা।

এবার সারাদেশে মোট ১৮৫টি ট্রাকের মাধ্যমে ২ হাজার ৮১১ জন ডিলাররা টিসিবির পণ্য বিক্রি করবেন।

ঢাকায় ৩৩টি, চট্টগ্রামে থাকবে ১০টি, অন্য বিভাগীয় শহরে ৫টি করে এবং অন্য জেলা শহরগুলোতে ২টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করবে টিসিবি।

আজকের বাজার:এলকে/এলকে/৩০এপ্রিল,২০১৭