রাজনৈতিক স্থিতিশীলতায় বেড়েছে রফতানি আয়

রাজনৈতিক স্থিতিশীলতা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত হওয়ায় বাড়ছে রফতানি আয়। চলতি অর্থবছরের তিন মাসে রফতানি আয় বেড়েছে ৪ দশমিক ১২ শতাংশ। তবে, পণ্যের বহুমাত্রিক উৎপাদন বৃদ্ধিসহ নতুন নতুন বাজার খুঁজতে সরকারের প্রতি তাগিদ দিয়েছেন ব্যবসায়ী-শিল্পপতিরা।

রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী গেল অর্থ বছরে রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩৩দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলার। আয় হয়েছে ৩৪দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার। চলতি বছর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয় ৩৭ বিলিয়ন ডলার। অর্থ বছরের তিন মাসে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আয় হয়েছে গত বছরের চেয়ে ৪দশমিক ১২শতাংশ বেশী।

১৯৭২-৭৩ সালে যেখানে ৬৮টি দেশে ২৫ ধরনের পণ্য রফতানী হতো সেখানে এখন ১৯৬টি দেশে রফতানী হচ্ছে ৭২৯ ধরনের পণ্য। এর মধ্যে রফতানি আয় বৃদ্ধির পেছনে গুরুত্ব পূর্ণ অবদান রাখছে তৈরী পোষাক খাত, নীটওয়্যার, হিমায়িত খাদ্য, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হোম ট্রেক্সটাইল এবং কৃষিজাত পণ্য।

এদিকে রফতানি আয় বাড়াতে বিভিন্ন প্রতিবন্ধকতা দুর করার পাশাপাশি পণ্যের গুনগত মান বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ নেয়ার কথা বলছেন ব্যবসায়ী-শিল্পপতিরা।

রফতানী প্রবৃদ্ধির ধারাবাহিকতা রক্ষায় পণ্যের বহুমাত্রিক উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদিত পণ্যের নতুন নতুন বাজার খোঁজারও তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

তবে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার উপর তাগিদ দিয়েছেন তারা।