রামেকের করোনা ইউনিটে আরো তিনজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। এছাড়া নতুন ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় নওগাঁর একজন ও করোনা উপসর্গ নিয়ে রাজশাহীর একজন এবং করোনা নেগেটিভ হওয়ার পরও নাটোরের একজন মারা গেছেন।

তিনি আরো জানান, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১০০ জন। একদিনে নতুন ভর্তি হয়েছেন আটজন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন।

এর আগে, বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজের দুটি পিসিআর ল্যাবে ৩৫৮ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৬ দশমিক ৪৫ শতাংশ। তথ্য-ডেইলি বাংলাদেশ

আজকের বাজার/আখনূর রহমান