রোহিঙ্গা ইস্যুতে সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি

রোহিঙ্গা সমস্যার সমাধানে মায়ানমার সরকারকে বাধ্য করতে ‘সক্রিয় কূটনৈতিক তৎপরতা’ গ্রহণের দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘প্রধানমন্ত্রী আমাদের আহবান সাড়া দিয়ে রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করলে আমরা সরকারকে সহযোগিতা করবো।’

ফারুক বলেন, ‘রোহিঙ্গাদের খাদ্য, নিরাপত্তা, চিকিৎসার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে সক্রিয় কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে মায়ানমার সরকারকে বাধ্য করা হোক এই রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে-এটা আমাদের দাবি।’

১৩ সেপ্টেম্বর বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মায়ানমারে মুসলিম গণহত্যা বন্ধ, মানবতাবিরোধী অপরাধী মায়ানমারের পণ্য বর্জনের দাবিতে’ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ,ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ফারুক এসব কথা বলেন।

ফারুক বলেন, ‘ওরা হিন্দু না মুসলিম–এটা জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, ওরা মানুষ। সেই মানবতার বিরুদ্ধে আজকে মায়ানমার সরকার যুদ্ধ শুরু করেছে, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আসুন আমরা আজকে জনমত গঠন করে সমগ্র বাংলাদেশেকে ঐক্যবদ্ধ করে মায়ানমারের বিরুদ্ধে সোচ্চার হই। তারা যেন এই গণহত্যা বন্ধ করে, রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যায়। ’

বিএনপির এই নেতা বলেন, ‘সরকারপ্রধানকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাধুবাদ জানানোর পরই সরকারের উচিত ছিল দ্রুত সব দলের সমন্বয়ে গোলটেবিল বৈঠকের আহবান করা। দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে সরকারের উচিত সর্বদলীয় আলোচনার মধ্য দিয়ে রোহিঙ্গা সমস্যা মোকাবেলা করা।’

প্রধান বক্তার বক্তব্যে ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া মায়ানমারকে মানবতাবিরোধী অপরাধী হিসেবে আখ্যায়িত করে দেশবাসীকে মিয়ানমারের সব পণ্য বর্জনের আহবান জানান।

তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘মানবতাবিরোধী অপরাধী মায়ানমারের চাল আনবেন না। পৃথিবীর অন্য রাষ্ট্রগুলোর কাছ থেকে চাল আমদানি করুন। মায়ানমারের সাথে সম্পাদিত চাল আমদানি চুক্তি বাতিল করুন।’

ন্যাপ ঢাকা মহানগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু’র সভাপতিত্বে ও সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু’র সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বিএনপি সহ-তথ্য গবেষণা সম্পাদক কাদের গণি চৌধুরী, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, লেবার পার্টি মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, বিএমএল মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, কল্যাণ পার্টি ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির আরো অনেকে।

আজকের বাজার : এলকে/এলকে ১৩ সেপ্টেম্বর ২০১৭