র‍্যানসমওয়্যারে আক্রান্ত দেশের ‘৩০ কম্পিউটার’

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ম্যালওয়্যার ‘র‌্যানসমওয়্যারে’ বাংলাদেশে এ পর্যন্ত ৩০টিরও বেশি কম্পিউটার আক্রান্ত হয়েছে বলে খবর দিয়েছেন দেশের সাইবার নিরাপত্তা সংশ্লিষ্টরা।

বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার হওয়ায় সামনে বড় ধরনের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করছেন তারা।

সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন জানিয়েছে, এখন পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে ৩০টিরও বেশি কম্পিউটার এই ধরনের হামলার শিকার হয়েছে।

ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশনের উপদেষ্টা তানভির হাসান জোহা সংবাদ মাধ্যমকে বলেন, ‘রোববার ১৪ মে পর্যন্ত ৩০টির মতো অভিযোগ আমরা পেয়েছি। এই সংখ্যা আজ আরও বেড়েছে। ব্যক্তিগত কম্পিউটারের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও টেলিভিশন চ্যানেল আক্রান্ত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে।’

গত শুক্রবার বিশ্বের ১০০টির মতো দেশে একটি ‘র‌্যানসমওয়্যার’ ছড়িয়ে পড়ে, যাতে আক্রান্ত হয় স্বাস্থ্য ও টেলিকমসহ বিভিন্ন খাতের বেশ কিছু বড় প্রতিষ্ঠানের নেটওয়ার্ক।

তবে সরকারি কোনও প্রতিষ্ঠানেও এখনও র‌্যানসমওয়্যার হামলার খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

র‌্যানসমওয়্যারের হামলা থেকে নিরাপদ থাকার জন্য করণীয় সম্পর্কে সাইবার বিশেষজ্ঞ তামজীদ রহমান বলেন, ‘এ ধরনের ভাইরাস আক্রমণের পর তথ্য জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে থাকে। তাই কম্পিউটারের জরুরি ও প্রয়োজনীয় সব ডাটার ব্যাকআপ রাখা উচিত। এছাড়া, স্প্যাম মেইল বা সন্দেহজনক মেইল খোলা ও ডাউনলোড করা থেকেও বিরত থাকতে হবে।’

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) কম্পিউটারগুলোতে শুক্রবার (১২ মে) প্রথম এই র‌্যানসমওয়্যার ব্যবহার করে সাইবার হামলার ঘটনা শনাক্ত হয়। দিনের শেষে তা বিশ্বের অন্তত ৭৪টি দেশে ছড়িয়ে পড়ে বলে জানান সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। ওই দিনই দেড় লাখেরও বেশি কম্পিউটার আক্রান্ত হয়। সোমবার (১৫ মে) বিকেলে এই রিপোর্ট লেখার সময় ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সর্বশেষ খবরে বলা হয়েছে, বিশ্বের দেড়শটি দেশে ছড়িয়ে পড়েছে এই র‌্যানসমওয়্যারের হামলা। আর এই হামলার শিকার হয়েছে প্রায় দুই লাখ কম্পিউটার।

আজকের বাজার:এলকে/এলকে/ ১৫ মে ২০১৭