লুজারের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১০ কোম্পানি। এর মধ্যে শীর্ষে অবস্থান করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৮.৮৩ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ১৯ কোটি ৫৩ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৯৭ কোটি ৬৯ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৪.১৯ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৩ কোটি ৭৯ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৮ কোটি ৯৮ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর ১১.০৭ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ কোটি ৭৪ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৮ কোটি ৭৪ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে উত্তরা ফাইন্যান্সে ৯.২৪ শতাংশ, ইসলামী ব্যাংক বাংলাদেশে ৯.১৭ শতাংশ, ব্যাংক এশিয়ায় ৮.৭৪ শতাংশ, সিটি ব্যাংকে ৮.৫৩ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ে ৮.৪৭ শতাংশ, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে ৮.২১ শতাংশ এবং ইস্টার্ন ব্যাংকে ৮.১৬ শতাংশ দর কমেছে।