লুজারের শীর্ষে মাইডাস ফাইন্যান্সিং

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৪.০৯ শতাংশ।

ডিএসই সূত্রে পাওয়া তথ্য জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৭৩ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২ কোটি ৯৫ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১০.৭৭ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ কোটি ৫১ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৬ কোটি ৪ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর ৯.৭০ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৯৪ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩ কোটি ৭৯ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৯.০৯ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সে ৭.২২ শতাংশ, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টে ৭.২২ শতাংশ, উত্তরা ব্যাংকে ৭.০৩ শতাংশ, মডার্ন ডাইংয়ে ৬.৯৫ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে ৬.২৮ শতাংশ এবং প্রাইম ব্যাংকে ৬.০৯ শতাংশ দর কমেছে।

আজকের বাজার:এলকে/এলকে/১২ মে,২০১৭