শরীয়তপুরে দুর্গপূজা উপলক্ষে মতবিনিময়

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে করোনা সংকট মাথায় রেখে শরীয়তপুর জেলার বিভিন্ন হাট-বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সাথে বিশেষ মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।

পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান আজ সোমবার দুপুর ১টায় তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে বলেন, আসন্ন দুর্গাপূজা ও করোনা সংকটে স্বাস্থ্যবিধি মেনে জেলার বিভিন্ন হাট-বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। বিশেষ করে আসন্ন দুর্গাপূজাকে উৎসবে পরিণত করতে হিন্দু সম্প্রদায়ের লোকজন যেন স্বাচ্ছন্দে কেনা-কাটা করতে পারেন সে বিষয়ে জেলা পুলিশ অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে। এ ছাড়াও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের তাদের স্ব-স্ব হাট-বাজারে সিসি ক্যামেরা বসানোসহ স্বাস্থ্যবিধির বিষয়ে বিশেষ সতর্কাবস্থা অবলম্বনের জন্যও অনুরোধ জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ, সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: আমিনুর রহমান, জেলা চেম্বার অব কমার্স এর সভাপতি এ কে এম ইসমাইল হক, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ তালুকদার প্রমুখ। এ ছাড়াও ৭ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।