শিখ বিচ্ছিন্নতাবাদীকে ধরতে পাঞ্জাবে ইন্টারনেট নিষেধাজ্ঞা বাড়িয়েছে

ভারতীয় কর্তৃপক্ষ এক উগ্রবাদী শিখ প্রচারককে গ্রেপ্তারের জন্য সোমবার পাঞ্জাব রাজ্য জুড়ে মোবাইল ইন্টারনেট বন্ধের মেয়াদ বাড়িয়েছে। এই রাজ্যে প্রায় ৩০ মিলিয়ন লোকের আবাসস্থল।
অমৃতপাল সিংয়ের সমর্থকরা সান ফ্রান্সিসকোতে ভারতের কনস্যুলেট ভাংচুর করার ছবি তুললে নিষেধাঞ্জার মেয়াদ আরেক দফা বাড়ানো হয়। একই ধরনের ঘটনা লন্ডনেও ঘটেছে। খবর এএফপি’র।
পাঞ্জাব কর্তৃপক্ষ শনিবার থেকে সিং-এর অনুসন্ধানে একটি বড় ধরণের অভিযান শুরু করেছে। সাম্প্রতিক মাসগুলোতে সিং খালিস্তানে একটি পৃথক শিখ আবাসভূমির দাবিতে আলোচিত হয়ে উঠেছেন।
পুলিশ  সোমবার বলেছে, তারা এখন পর্যন্ত ১১৪ জনকে গ্রেফতার করেছে, তবে অমৃতপালের কোনো সন্ধান পায় নি। মূলত সোমবার দুপুর পর্যন্ত (গ্রিনীচ মান সময় ০৬৩০ টা) ইন্টারনেট বিভ্রাট ছিল। পরে আরও ২৪ ঘন্টার জন্য তা বাড়ানো হয়।