শেষ ম্যাচ জিতে সিরিজ পাকিস্তানের

সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তান ব্যাটে-বলে দুই ক্ষেত্রেই জ্বলে উঠেছিল। ফলে সিরিজের শেষ ম্যাচটিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৭ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছেন সফরকারী পাকিস্তান।

রবিবার (০২ এপ্রিল) টসে জিতে পাকিস্তান উইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। প্রথমে ব্যাট করতে নেমে ২৭ রানেই আগের ম্যাচের জয়ের নায়ক এভিন লুইসের উইকেটটি হারায় স্বাগতিকরা। লুইস ১টি ছয়ের মারে ৭ রান করে সাজঘরে ফিরেন।

তবে এদিন ক্যারিবীয়দের ব্যাটিং দেখে ম্যাচটিকে টি২০-র বলে মনেই হচ্ছিল না। ১২০ বলের মধ্যে ৬৬ বলই ডট! দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন চ্যাডউইক ওয়ালটন। এছাড়া মারলন স্যামুয়েলস ২২ এবং কার্লোস ব্রাথওয়েট হার না মানা ৩৭ রান করেন। ফলে তাদের দলীয় স্কোর দাঁড়ায় ১২৪।

পাকিস্তানি মিডিয়াম পেসার হাসান আলীই স্বাগতিকদের চেপে ধরে। তার বল খেলতেই পারেনি ক্যারিবীয় ব্যাটসম্যানরা। আলী ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এর মধ্যে আছে দুটি মেডেন। এই মেডেনও আবার পরপর দুই ওভারে। এছাড়া শাদাব খান ২টি এবং ইমাদ ওয়াসিম, রুম্মান রইস ও ওয়াহাব রিয়াজ ১টি করে উইকেট নেন।

উইন্ডিজদের দেওয়া ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ বল হাতে থাকতেই ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। আহমেদ শেহজাদ, কামরান আকমল ও বাবর আজমের ব্যাটে ৭ উইকেটে জয় পাকিস্তানের। শেহজাদ ৪৫ বলে ৫৩, আকমল ২১ বলে ২০ আর বাবর ৩৬ বলে ৩৮ করে পাকিস্তানকে নিয়ে যান জয়ের দোরগোড়ায়। ১১৫ রানে ৩ উইকেট পড়া দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন শোয়েব মালিক (৯) আর অধিনায়ক সরফরাজ আহমেদ (৩)। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কেসরিক উইলিয়ামস ২টি আর মারলন স্যামুয়েলস একটি উইকেট নেন।

ম্যাচসেরা হয়েছেন হাসান আলী এবং সিরিজ সেরার পুরস্কারটি উঠেছে শাদাব খানের হাতে।