সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের চেষ্টায় সোমবার সকাল ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ভোর ৪টার দিকে ভয়াবহ এ আগুনের সূত্রপাত হয়। প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে ইউনিটের সংখ্যা বাড়ানো হয় ।
লিমা খানম বলেন, এপর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার পরপরই নিজেদের প্রয়োজনীয় মালামাল নিয়ে ঘর ছেড়েছেন বস্তির বাসিন্দারা। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
অগ্নিকান্ডে ওই বস্তিতে কতটি ঘর পুড়েছে তা নিরুপণে কাজ করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দফতর সূত্র জানায়, এর আগেও বেশ কয়েকবার মহাখালীর এই বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।