সারাদেশে ‘জাতীয় ভোটার দিবস’ পালিত

দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে আজ সোমবার ‘জাতীয় ভোটার দিবস’ পালিত হয়েছে। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’। বাসস-এর ঝিনাদহ সংবাদদাতা জানান, জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একইস্থানে গিয়ে শেষ হয়।পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বাসস-এর ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা জানান, জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ জেলায় র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা নির্বাচন অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সকালে জেলা শহরের লোকনাথ টেংকের পাড় থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে স্থানীয় ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিসার মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

বাসস-এর মেহেরপুর সংবাদদাতা জানান, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভার মধ্য দিয়ে আজ জেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা নির্বাচন অফিসার আহমেদ আলীর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। এরআগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি শোভাযাত্রা জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। বাসস-এর বগুড়া সংবাদদাতা জানান, জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলায় সিনিয়র নির্বাচন অফিসার মাহবুব আলম শাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুফিয়া নাজিম। বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন ও সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। পরে এক বর্নাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিন করে।

বাসস-এর বান্দরবান সংবাদদাতা জানান, জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসান, জেলা নির্বাচন অফিসার মো. রেজাউল করিম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। বাসস-এর নীলফামারী সংবাদদাতা জানান, জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ সকাল ১০টার দিকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলত হয়। জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুল মোতালেব সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাব-উজ-জামান প্রমুখ বক্তব্য রাখেন।

বাসস-এর ফেনী সংবাদদাতা জানান, র‌্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে আজ জেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।সকাল ১০টায় শহরের ট্রাংক রোডে শহীদ মিনার হতে একটি বর্ণাঢ্য বের হয়ে মিজান রোডে জেলা নির্বাচন স্টেশন সার্ভারে গিয়ে শেষ হয়। পরে বেলা ১১টায় ফেনী জেলা নির্বাচন স্টেশনে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।জেলা নির্বাচন কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আাকরামুজ্জমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম। এসময় জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান