সালজবার্গের বিপক্ষে খেলবেন নয়্যার

রেড বুল সালজবার্গের বিপক্ষে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র ফিরতি লেগের ম্যাচে খেলার জন্য নিজেকে ফিট প্রমান করেছেন বায়ার্ম মিউনিখের অধিনায়ক ও অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। হাঁটুর ইনজুরির কারনে নয়্যার বেশ কিছুদিন দলের বাইরে ছিলেন। বায়ার্ন কোচ জুলিয়ান নাগলেসম্যান এই তথ্য নিশ্চিত করেছেন।

অস্ট্রিয়ার মাটিতে প্রথম লেগের ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটিতে ছিলেন না নয়্যার। ফেব্রুয়ারিতে হাঁটুর অস্ত্রোপচারের কারনে তিনি মাসখানেকের জন্য মাঠের বাইরে ছিলেন। ইউরোপীয়ান শিরোপা জয়ের পথে তার ফিরে আসাটা জরুরী ছিল। অনলাইন সংবাদ সম্মেলনে নাগলেসম্যান বলেছেন, ‘হাঁটুর কোন সমস্যা না হলে সালজবার্গের বিপক্ষে নয়্যার খেলতে নামছেন। আমরা জানি বায়ার্নে তার প্রয়োজনীয়তা কতটুকু। সে ফিরে আসায় আমি দারুন খুশী।’

কোয়ার্টার ফাইনালের পথে বায়ার্ন সুস্পষ্ট ফেবারিট হলেও প্রথম লেগে পরাজয় এড়িয়ে কোনমতে ড্র করে খেলোয়াড়দের আত্মবিশ্বাসে ভাটা পড়েছে। এবারের মৌসুমে যেহেতু নিয়ম পরিবর্তিত হয়ে এ্যাওয়ে গোলের কোন সুবিধা নেই সে কারনেই দ্বিতীয় লেগ ড্র হলেই অতিরিক্ত সময় কিংবা পেনাল্টি শ্যুট আউটের প্রয়োজন হবে। বুন্দেসলিগায় ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে শীর্ষস্থান ধরে রাখলেও শনিবার বায়ার লেভারকুসেনের সাথে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে বেভারিয়ান্সরা। জার্মান কাপ থেকেও ইতোমধ্যেই বায়ার্নের বিদায় ঘটেছে।

নাগলেসম্যান বলেছেন, ‘অবশ্যই আমরা বুঝতে পারছি ম্যাচটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ফলাফল যদি ইতিবাচক না হয় তবে এটা স্পষ্ট যে বিশেষ একটি মৌসুম থেকে আমরা সড়ে আসবো। কিন্তু আমার কখনই মনে হয়না আমরা পরবর্তী রাউন্ডে যেতে পারবোনা।’ ২০২০ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ষষ্ঠ শিরোপাটি জয় করেছিল বায়ার্ন। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান