সাহিত্যে নোবেল পেলেন বব ডিলান

সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করেছে নোবেল কমিটি। ১৩ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে এ নোবেল ঘোষণা করা হয়। এবছর এ বিষয়ে নোবেল পেয়েছেন মার্কিন সংগীত শিল্পী ও গীতিকার বব মিলান।

যুক্তরাষ্ট্রের সংগীত ঐতিহ্যে নতুন কাব্যিক ধারা সৃষ্টির স্বীকৃতি হিসেবে ডিলানকে এই পুরস্কারে ভূষিত করা হয় বলে জানিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

৭৫ বছর বয়সী ডিলানের সংগীতশিল্পী হিসাবে আবির্ভাব ঘটে ১৯৫৯ সালে। মিনেসোটার বিভিন্ন কফি হাউসে গাইতেন তিনি। ষাটের দশকেই সংগীত জগতে পরিচিত মুখ হয়ে ওঠেন ডিলান।

ডিলান প্রায় ৫০ বছর ধরে সংগীত জগতে সক্রিয় আছেন। এখনো তিনি গান লেখেন ও সংগীত পরিবেশনায় অংশ নেন।

আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে ডিলানের হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে। তিনি পুরস্কার হিসেবে ৮০ লাখ ক্রোনার পাবেন।