সিটি গ্রুপকে ইসিএ ফরেন কারেন্সি টার্ম লোন দিল প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক সম্প্রতি জার্মানীও সুইজারল্যান্ডের বিখ্যাত আর্থিক প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বে বাংলাদেশের শীর্ষস্থানীয় গ্রুপ (Group), সিটি গ্রুপের (Group) জন্য ইসিএ ফরেন কারেন্সি টার্ম লোন প্রদানের চুক্তি করেছে ।এটি প্রাইম ব্যাংক এর জন্য প্রথম কোন ইসিএ ফরেন কারেন্সি টার্ম লোন চুক্তি।

দেশের সর্বাধুনিক লবণ তৈরির কারখানা স্থাপনে বৈদেশিক মুদ্রায় এই অর্থায়ন করছে প্রাইম ব্যাংক। সিটি গ্রুপের অঙ্গ , ঢাকা সল্ট অ্যান্ড কেমিক্যালস লিমিটেড, হোসেনদী ইকোনমিক জোনে সর্বাধুনিক ফ্লো প্রবাহিত আয়োডিনযুক্ত লবণ উৎ্পাদন প্রকল্প স্থাপন করবে। বাংলাদেশে এটিই প্রথম কোনও শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সাথে সিটি গ্রুপের ইসিএ এর আওতাভুক্ত লেনদেন।

অ্যারেঞ্জার হিসাবে প্রাইম ব্যাংক লিমিটেড, ঢাকা সল্ট অ্যান্ড কেমিক্যালস লিমিটেডকে ইসিএ এর আওতায় টার্ম লোন প্রদানের জন্য জার্মানির ল্যান্ডেস ব্যাঙ্ক বেডেন-ওয়ার্টেমবার্গের (এলবিবিডব্লিও) সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিতে সুইজারল্যান্ডের সুইস এক্সপোর্ট রিস্ক ইন্স্যুরেন্স, জুরিখ, (এসইআরভি) এক্সপোর্ট ক্রেডিট এজেন্সির (ইসিএ) ভূমিকা পালন করেছে। প্রথমবারের মত প্রদানকৃত ইসিএ ফরেন কারেন্সি টার্ম লোন প্রাইম ব্যাংকের হোলসেল ব্যাংকিং প্রোডাক্ট ও সার্ভিসকে আরও বিস্তৃত করেছে।

৯ সেপ্টেম্বর ২০২০, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ এবং এলবিবিডব্লিওএর এশিয়া প্যাসিফিক অঞ্চলের রিজিওনাল হেড ও ম্যানেজিং ডিরেক্টর জেনস রুয়েববার্ট ভার্চুয়াল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরকালে ঢাকা সল্ট অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি গ্রুপের (Group) চেয়ারম্যান ফজলুর রহমান এবং সিটি গ্রুপের (Group) পরিচালক মোঃ হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ফয়সাল রহমান, হেড অব স্ট্রাকচার্ড ফাইন্যান্স শামস আবদুল্লাহ মুহাইমিন, টিম হেড অব সিএনআইবি শাহবাজ তালাত এবং এশিয়া প্যাসিফিকের হেড অব এক্সপোর্ট ফাইন্যান্স মার্ক শ্ল্যাটার, সুইস কর্পোরেটস কভারেজ, এক্সপোর্ট ফাইন্যান্স ক্রিস্টিনা লুটজ, বাংলাদেশ মার্কেট কভারেজ, এক্সপোর্ট ফাইন্যান্স, এলবিবিডব্লিও মার্ক অ্যাডেমোভিটস অনুষ্ঠানে অংশ নেন।

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন: “বিশ্বখ্যাত জার্মান ও সুইস কোম্পানিগুলির সাথে অংশীদারিত্বে ইসিএ এর আওতায় টার্ম লোন প্রদান প্রাইম ব্যাংকের জন্য এই নতুন ব্যবসা শুরু করার জন্য আদর্শ সুযোগ সৃষ্টি করেছে। খ্যাতিমান ইউরোপীয় পার্টনারদের সাথে বহুপক্ষের অংশগ্রহণে এই চুক্তিটি বৃহৎ শিল্পে অর্থায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার অনন্য উদাহরণ। গ্রাহকদের প্রতিনিয়ত পরিবর্তিত আর্থিক চাহিদার প্রয়োজন মেটাতে বিশ্ব বিখ্যাত প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রাইম ব্যাংক এই নতুন স্ট্রাকচার্ড ফাইন্যান্স সক্ষমতা আরও সম্প্রসারিত করবে।”