সিলেটে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন: ৪০টি ব্রোকারেজে লেনদেন বন্ধ

ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে লেনদেন করতে পারছে না সিলেটে অবস্থিত স্টক এক্সচেঞ্জের ৪০টি ব্রোকারেজ হাউজ। সকাল থেকে কয়েকটি হাউজ লেনদেন করতে পারলেও দুপুর ১২টার পর থেকে সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে অনেক হাউজ মডেম ব্যবহার করে লেনদেনের চেষ্টা চালাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রে জানা যায়, সিলেট শহরের বিদ্যুৎ বিভাগের বিভিন্ন খুটির ওপর বিভিন্ন কোম্পানির ইন্টারনেট লাইন বসানো হয়েছে। তবে বিদ্যুৎ বিভাগ গতকাল রাত থেকে এই সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।

এতে জিন্দাবাজার, চৌহাট্টা, উপশহর, নতুন বাজার, দরগাগেটসহ ব্রোকারেজ সংশ্লিষ্ট এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়।

এসআর ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা শুভ্রকান্তি বলেন, অনেক এলাকায় রাত থেকে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ কেউ সকাল থেকে লেনদেন করতে পেরেছেন।তবে ইন্টারনেট লাইন না পাইলে হয়তো লেনদেন শেষে সেটেলমেন্ট করা সম্ভব হবে না।

এনিয়ে সিটি ব্রোকারেজ লিমিটেডের ইসমাইল হোসেন মুন্সী অর্থসূচককে বলেন, সিটি ব্রোকারেজ দুপুর ১২ পর্যন্ত লেনদেন করতে পেরেছে। এরপর সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেকে মডেম ব্যবহার করে কিছু লেনদেন করতে পারলেও সিডিবিএলের সেটেলমেন্ট সম্পন্ন করা সম্ভব হবে না বলে মনে করছেন তিনি।

এনিয়ে সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশের (সিডিবিএল) উপ ব্যবস্থাপনা পরিচালক শুভ্রকান্তি চৌধুরী অর্থসূচককে বলেন,

সিলেটে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় লেনদেনে সমস্যা হচ্ছে। তবে যারা বিকল্প ভাবে লেনদেন করছেন। তাদের সেটেলমেন্টে কোনো সমস্যা হবে না। ওখানে সিডিবিএলের সেটেলমেন্ট নিয়ে বেশ কিছু ব্যবস্থা নেওয়া আছে। ফলে সেটেলমেন্ট নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে বলে জানান তিনি।