সোশ্যাল ইসলামী ব্যাংক ও নগদ এর মধ্যে “রেমিট্যান্স” চুক্তি স্বাক্ষর

প্রবাসী বাংলাদেশীদের জন্য ক্রস বর্ডার রেমিট্যান্স সেবা সহজীকরণের লক্ষ্যে নগদ এর সাথে “রেমিট্যান্স ডিসবার্সমেন্ট পার্টনারশীপ” সংক্রান্ত চুক্তি সম্পাদন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। এ উপলক্ষে ১২ এপ্রিল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ ও নগদ এর নির্বাহী পরিচালক, টেকনোলজি, বিজনেস এস্যুরেন্স মারুফুল ইসলাম ঝলক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান, মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জয়নাল আবেদীন, আন্তর্জাতিক বিভাগের প্রধান মোঃ আকমল হোসেন, নগদের হেড অব রেমিট্যান্স অপারেশন্স মোহাম্মদ জিয়াউল হক, চিফ কমার্শিয়াল অফিসার মোঃ শিহাব উদ্দিন চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে সোশ্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে তা সরাসরি গ্রাহকের নগদ ওয়ালেটে প্রেরণ করা যাবে, যা সুবিধাভোগী তার প্রয়োজন অনুযায়ী অন্য অ্যাকাউন্টে লেনদেন বা উত্তোলন করতে পারবে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, নগদের সাথে “রেমিট্যান্স ডিসবার্সমেন্ট পার্টনারশীপ” চুক্তি হওয়ায় আমরা আনন্দিত। এসআইবিএল বিভিন্ন এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে বিশে^র বহু দেশ থেকে রেমিট্যান্স সংগ্রহ করছে। এই চুক্তির মাধ্যমে প্রবাসীদের জন্য রেমিট্যান্স সেবা আরো সাশ্রয়ী ও সহজতর হবে এবং দ্রæততম সময়ে সুবিধাভোগীর ওয়ালেটে রেমিট্যান্সের টাকা পৌঁছে যাবে।