‘হ্যারি পটার’ সিরিজের প্রথম মুভি আগস্টে চীনে ফিরছে

জনপ্রিয় হ্যারি পটার সিরিজের প্রথম মুভি ‘হ্যারি পোটার অ্যান্ড দ্য সরসারারস স্টোন’ ১৪ আগস্ট একটি ৩ডি সংস্করণ নিয়ে চীনে ফিরে আসছে। খবর সিনহুয়ার।
চীনের বেশিরভাগ অংশে কোভিড-১৯ মহামারী হ্রাস পেতে শুরু করলে দেশের নিম্ন-ঝুঁকির অঞ্চলে চলচ্চিত্র থিয়েটারগুলো ধীরে ধীরে পুনরায় খুলতে শুরু করার সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রোসের এই ঘোষণা এলো।
ছবির মূল সংস্করণ, জে. কে. রাউলিং-এর একটি অত্যন্ত জনপ্রিয় উপন্যাস থেকে রূপান্তরিত। ছবিটি ২০০১ সালের নভেম্বর মাসে বিশ্বব্যাপী মুক্তি পায় এবং ২০০২ সালের জানুয়ারিতে চীনের মূল ভূখন্ডে এর প্রিমিয়ার দেখানো হয়।