১১ কোম্পানির বোর্ড সভা আজ

আজকের বাজার ডেস্ক: শেফার্ড ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা আজ (সোমবার,২৪ এপ্রিল) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০১৭ সমাপ্ত অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অডিটবিহীন আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।
আরএকে সিরামিকের বোর্ড সভাও হবে আজ (সোমবার,২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টায়। এতে ৩১ মার্চ, ২০১৭ সমাপ্ত অর্থবছরের প্রথম প্রান্তিকের অডিটবিহীন আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।
গ্রামীন ওয়ান: স্কীম টু ফান্ডের ট্রাস্টি সভা হবে আজ (সোমবার,২৪ এপ্রিল) বিকেল ৩টা ১৫ মিনিটে। সভায় ৩১ মার্চ, ২০১৭ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অডিটবিহীন আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
বিজিআইসির বোর্ড সভা বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এতে ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়াগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে বলে জানা গেছে।
ইস্টার্ন হাউজিংয়ের বোর্ড সভা আজ (সোমবার,২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। আজকের সভায় ৩১ মার্চ, ২০১৭ সমাপ্ত অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অডিটবিহীন আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।
মতিন স্পিনিংয়ের বোর্ড সভা হবে আজ (সোমবার,২৪ এপ্রিল) বিকেল ৩টায়। এতে ৩১ মার্চ, ২০১৭ সমাপ্ত অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অডিটবিহীন আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের বোর্ড সভাও আজ (সোমবার,২৪ এপ্রিল) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়াগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে বলে জানা গেছে।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভা হবে আজ (সোমবার,২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায়। এতে ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও বিনিয়াগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে বলে জানা গেছে।
ম্যারিকো বাংলাদেশের বোর্ড সভা আজ (সোমবার,২৪ এপ্রিল) বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়াগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে বলে জানা গেছে।
বিএসআরএম গ্রুপের দুটি কোম্পানির বোর্ড সভা আজ (সোমবার,২৪ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিএসআরএম স্টীলের বোর্ড বিকেল ৪ টায় ও বিএসআরএম লিমিটেডের সভা বিকেলে ৫টায় নিজস্ব অফিসে অনুষ্ঠিত হবে। এর আগে এসব কোম্পানির বোর্ড সভা আগামী ১৮ এপ্রিল, মঙ্গলবার অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত এ সভার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। সভায় কোম্পানি দুটির ৩১ মার্চ, সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অডিটবিহীন আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা আজ (সোমবার,২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এতে ৩১ মার্চ, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়াগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
আজকের বাজার:এলকে/এলকে/২৪এপ্রিল,২০১৭