১৬ মাসের মধ্যে ডিএসই’র সর্বোচ্চ সূচক

১৬ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ডিএসইএক্স। বুধবারের (০৭ ডিসেম্বর) লেনদেনে মূল্যসূচক এ অবস্থানে উঠে এসেছে। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৫.১৯ পয়েন্ট বেড়ে ৪৮৭১.২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। যা গত ১৬ মাস বা ২০১৫ সালের ৬ আগস্টের মধ্যে সর্বোচ্চ।

বুধবার ডিএসইতে ৮৬৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৭৯৫ কোটি ৩৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৬৮ কোটি ৮৯ লাখ টাকার বা ৮.৬৬ শতাংশ।

ডিএসইতে ৩২৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১৩২টি কোম্পানির দর কমেছে এবং ৪৯টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের শেয়ার। এদিন কোম্পানিটির ৪৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইফাদ অটোসের ২৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে আরএসআরএম স্টিল।

লেনদেনে এরপর রয়েছে- আরগন ডেনিমস, কাশেম ড্রাইসেল, বাংলাদেশ বিল্ডিং সিষ্টেমস, ফরচুন সুজ, শাশাঁ ডেনিমস, স্কয়ার ফার্মাসিটিক্যালস ও অলিম্পিক এক্সেসরিজ।

এদিকে বুধবার সিএসই’র সিএসসিএক্স সূচক ৪৩.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯১১০.৩৩ পয়েন্টে। এর আগে মঙ্গলবার ১৮.৯৬ পয়েন্ট, সোমবার ২৯.৭৮ পয়েন্ট, রবিবার ১২.৭৬ পয়েন্ট এবং আগের সপ্তাহের বৃহস্পতিবার ৩৫.৫১ পয়েন্ট, বুধবার ০.২৭ পয়েন্ট, মঙ্গলবার ৭.১৫ পয়েন্ট ও সোমবার ২৯.২৫ পয়েন্ট বেড়েছিল।
সিএসইতে ৪৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৬০ কোটি টাকা। সিএসইতে লেনদেন হওয়া ২৪৯টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১৩১টি’র, কমেছে ৯৩টি’র এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টি’র।