১ লাখ টন চাল-গম কিনবে সরকার

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ১ লাখ টন চাল ও গম কিনতে যাচ্ছে সরকার। এর মধ্যে ৫০ হাজার মেট্রিক টন গম ও ৫০ হাজার মেট্রিক টন চাল। চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্যাকেজ-১ এর আওতায় এ চাল-গম আমদানি করা হবে। চট্টগ্রাম, মংলা বন্দর দিয়ে এই পণ্য আমদানি হবে।

বুধবার ০৯ আগস্ট সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় খাদ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত পৃথক দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন-অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।তিনি বলেন, কমিটির সভায় আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এটি সরবরাহের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেয়েছে সুইজারল্যান্ডের একটি কোম্পানি। প্রতি মেট্রিক টন ২৫৬.৯৭ মার্কিন ডলার হিসেবে এতে সরকারের মোট ব্যয় হবে ১০৬ কোটি ৬৪ লাখ ২৫ হাজার টাকা।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির পৃথক আরেকটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন ৪১৯.৫১ মার্কিন ডলার হিসেবে এতে সরকারের মোট ব্যয় হবে ১৭৪ কোটি ৯ লাখ ৬৬ হাজার টাকা। এটি সরবরাহের কাজ পেয়েছে সিঙ্গাপুরের কোম্পানি মেসার্স পোলাম ইন্টারন্যাশনাল।

আজকের বাজার: আরআর/ ০৯ আগস্ট ২০১৭