২০১৭-১৮ অর্থবছরের এডিপি অনুমোদন হবে আজ

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) আজ ১৪ মে রোববারের বৈঠকে আসন্ন ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেওয়া হবে।

সরকারি সূত্র জানায়, এনইসি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল।

আগামী ২০১৭-১৮ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কমসূচির (এডিপি) প্রকৃত আকার ১ লাখ ৫৩ হাজার ৩৩১ কোটি টাকা হতে পারে; যা বর্তমান এডিপির তুলনায় ৩৮ দশমিক ৫১ শতাংশ বা ৪২ হাজার ৬৩১ কোটি টাকা বেশি। চলতি ২০১৬-১৭ অর্থবছরে এডিপির আকার ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা।

সূত্র জানিয়েছে, মূল এডিপি ১ লাখ ৫৩ হাজার ৩৩১ কোটি টাকার মধ্যে ৯৬ হাজার ৩৩১ কোটি টাকা আসবে রাষ্ট্রীয় কোষাগার থেকে এবং বাকি ৫৭ হাজার কোটি টাকা প্রকল্প সহায়তা থেকে পাওয়া যাবে।

এছাড়া ২০১৭-১৮ অর্থবছরে কর্পোরেশন এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে উন্নয়ন ব্যয়ের জন্য ১০ হাজার কোটি টাকা রাখতে পারে সরকার। ওই বরাদ্দসহ এডিপির আকার দাঁড়াবে ১ হাজার ৬৩ হাজার ৩৩১ কোটি টাকা। নতুন এডিপিতে পরিবহন, শিক্ষা, বিদ্যুৎ, গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্য এবং পানি খাত সর্বোচ্চ অগ্রাধিকার পেতে পারে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রস্তাবিত নতুন এডিপিতে ৯০টি নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করা হবে। এতে মোট প্রকল্পের সংখ্যা দাঁড়াবে ১ হাজার ১৯৫টি। এর বাইরে মোট ১ হাজার ০৭৯ বিনিয়োগ প্রকল্প থাকবে। এর মধ্যে ১১২ কারিগরি সহায়তা প্রকল্পও থাকবে।

সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের মধ্যে পরিবহন খাতে এডিপির মোট বরাদ্দের ২৬ দশমিক ৭৭ শতাংশ বরাদ্দ থাকবে বলে ধারণা করা হচ্ছে। আগামী অর্থবছরে মেগা প্রকল্প পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ৫ হাজার ৫২৪ কোটি টাকা এবং পদ্মা বহুমুখী সংযোগ প্রকল্পে ৭ হাজার ৬৭৩ কোটি টাকা বরাদ্দ থাকতে পারে। কর্ণফুলী নদীতে প্রস্তাবিত ট্যানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৫৭৪ কোটি টাকা; ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্পে ৩ হাজার ৪২৫ কোটি টাকা; বিদ্যুৎ খাতে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ হাজার ৮৫৮ কোটি টাকা এবং শিক্ষা খাতে ১৬ হাজার ৬৭৩ কোটি টাকা বরাদ্দ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

আগামী অর্থবছরে পানি সরবরাহ ও হাউজিং খাতে ১৪ হাজার ৯৪৯ কোটি টাকা; বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ১৪ হাজার ৪৫০ কোটি টাকা; পল্লী উন্নয়ন ও পল্লী ইনস্টিটিউট খাতে ১৩ হাজার ১৫৪ কোটি টাকা; স্বাস্থ্য খাতে ১০ হাজার ২০১ কোটি টাকা এবং কৃষি খাতে ৬ হাজার ৬ কোটি টাকা বরাদ্দ থাকতে পারে।

এছাড়া রেলওয়ে মন্ত্রণালয় ১৩ হাজার ১ কোটি টাকা; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১০ হাজার ৬০২ কোটি টাকা; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৯ হাজার ৫১১ কোটি টাকা; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৮ হাজার ৪০৩ কোটি টাকা; মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ৬ হাজার ১৬৪ কোটি টাকা এবং পানি সম্পদ মন্ত্রণালয় ৪ হাজার ৬৭৫ কোটি টাকা বরাদ্দ পাবে। স্থানীয় সরকার বিভাগ সর্বোচ্চ ২১ হাজার ৪৬৪ কোটি টাকা; বিদ্যুৎ বিভাগ ১৮ হাজার ৮৪৫ কোটি টাকা এবং সড়ক ও মহাসড়ক বিভাগ ১৬ হাজার ৮২০ কোটি টাকা বরাদ্দ পাবে বলে ধারণা করা হচ্ছে।

আজকের বাজার:এলকে/ এলকে/ ১৪ মে,২০১৭