৭ জেলায় লক ডাউন

কাল ভোর ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, রাজবাড়ী ও গোপালগঞ্জে লকডাউন কার্যকর করা হবে। পণ্যবাহী ছাড়া সবধরনের যান চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ ব্যাপকহারে বেড়ে যাওয়ার এবং ভারতীয় ডেল্টা ভ্যারিয়ান্ট ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ঢাকাকে বিচ্ছিন্ন করার এই সিদ্ধান্তটি নেয়া হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম যখন এই সিদ্ধান্তের কথা জানাচ্ছিলেন, তখন তিনি ‘ব্লক’ শব্দটি উল্লেখ করেন। যদিও এই মুহূর্তে বাংলাদেশে সরকারি ভাষায় একটি ‘বিধিনিষেধ’ চালু আছে, যেটার কার্যকারিতা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে।

পরে এক সরকারি প্রজ্ঞাপন দিয়ে এটাকে “করোনাভাইরাসজনিত রোগের বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপ” বলে অভিহিত করা হয়।

এই নিষেধাজ্ঞা মঙ্গলবার ভোর থেকে শুরু হয়ে ত্রিশে জুন পর্যন্ত কার্যকর থাকবে।